বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

- আপডেট সময় : ১২:৩৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধি:
বৃহস্পতিবার বেলা ১১টায় বরগুনার পাথরঘাটা পৌরসভার হাই স্কুল মাঠে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল এবং আনন্দ রেলি অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের স্নেহভাজন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এবং সাউথ সী গ্লোবাল ইন্টারন্যাশনাল গ্রুপ অফ কোম্পানির প্রধান, সাবেক বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ,মাওলানা শামীম আহমেদের বাংলাদেশে শুভ আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং দলের ঐক্য ও শক্তি বৃদ্ধির জন্য প্রার্থনা করেন।
লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মাওলানা শামীম আহমেদ তার বক্তব্যে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের গণতন্ত্রের প্রতীক। তার সুস্থতা এবং দলের অগ্রগতির জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
অনুষ্ঠানে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং বিএনপির ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা করেন।
দোয়া মাহফিল শেষে আনন্দ রেলি অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন এবং দলীয় সংহতির বার্তা প্রদান করেন।