শাপলা কুঁড়ি ট্রফি ২০২৫ বরগুনার বেতাগীতে উদ্বোধনী অনুষ্ঠান

- আপডেট সময় : ০১:২৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে

সোহরাব বরগুনা প্রতিনিধি
শাপলা কুঁড়ি ট্রফি ২০২৫: বরগুনায় ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন বরগুনার বেতাগী উপজেলার , মোকামিয়া ইউনিয়নে , বেগম খালেদা জিয়া গার্লস স্কুল ও কৃষি কলেজ মাঠে বাংলাদেশ জিয়া শিশু একাডেমির আয়োজনে ‘শাপলা কুঁড়ি’ ট্রফি ২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জিয়া শিশু একাডেমির মহাপরিচালক এম হুমায়ুন কবির। খেলা উদ্বোধন করেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী । প্রধান অতিথি টুর্নামেন্টের গুরুত্ব তুলে ধরে বলেন, “এ ধরনের আয়োজন দেশের ক্রীড়াক্ষেত্রে নতুন প্রজন্মের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মল্লিক ,উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম সরোয়ার রিয়াদ খান, সাবেক উপজেলা চেয়ারম্যান শাজাহান কবির, উদ্বোধনী দিনে অনূর্ধ্ব ১৪ বালিকাদের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়, যেখানে বরগুনা জেলা দল ঝালকাঠি জেলা দলের মুখোমুখি হয়। আগামী ১৯ জানুয়ারি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আয়োজক কর্তৃপক্ষ জানায়, ফাইনালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। ‘শাপলা কুঁড়ি’ ট্রফি ২০২৫ টুর্নামেন্টটি বরগুনা জেলার ক্রীড়া অঙ্গনে নতুন উৎসাহ ও উদ্দীপনা সঞ্চার করেছে। এই আয়োজনটি ভবিষ্যতে জাতীয় পর্যায়ে প্রতিভা তুলে আনতে সহায়ক ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।