পঞ্চগড়ে বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন

- আপডেট সময় : ০৪:০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫ ১১১ বার পড়া হয়েছে

মোঃ রাশেদুল ইসলাম,পঞ্চগড়জেলা প্রতিনিধি।।
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই স্লোগানে-নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে পঞ্চগড়ে দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। রোবিবার (১৯ জানুয়ারি) সকালে পঞ্চগড় জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে উক্ত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাবেত আলী। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি,র নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আকতারুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। উক্ত মেলায় জেলার পাঁচ উপজেলার ২৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। জেলা প্রশাসক ও অন্যান্যরা বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। শিক্ষার্থীদের আবিষ্কার সম্পর্কে অবহিত হন। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় আগ্রহী করে তুলবে এবং নতুন নতুন আবিষ্কার করে দেশকে এগিয়ে নিয়ে যাবে বোলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।