বরগুনা জেলা পুলিশের সুধী সমাবেশ অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৮:৪৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে

সোহরাব বরগুনা প্রতিনিধি:
২০ জানুয়ারি ২০২৫ বরগুনা জেলা পুলিশের আয়োজনে আজ একটি সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় পুলিশ লাইন্স ড্রীল শেড হল রুমে এ সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা জেলার পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম। তিনি তার বক্তব্যে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, কমিউনিটি পুলিশ সদস্য এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা একমত পোষণ করেন যে, সামাজিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে সেতুবন্ধন আরও দৃঢ় করা প্রয়োজন। চাঁদাবাজি ও টেন্ডারবাজি রোধ এসব অপরাধের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং কঠোর আইন প্রয়োগের দাবি তোলেন। নারী ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সচেতনতা বৃদ্ধি এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। তরুণ প্রজন্মের মধ্যে শৃঙ্খলা এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়। মাদক সমস্যা দূর করতে স্থানীয় পর্যায়ে আইন-শৃঙ্খলা বাহিনীর আরও সক্রিয় ভূমিকা কামনা করা হয়। জমি নিয়ে বিরোধ ও সহিংসতা কমাতে পুলিশের সহায়তার গুরুত্ব তুলে ধরা হয়। বদরখালী ইউনিয়নের ফুলঝুরি বাজারের নিরাপত্তা জোরদার করতে একটি পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি উত্থাপন করা হয়।
সমাবেশে পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল জেলা পুলিশের সাম্প্রতিক কার্যক্রম ও অর্জন তুলে ধরেন। তিনি বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা জনগণের পাশে রয়েছে এবং থাকবে।
উপস্থিত বক্তারা পুলিশের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং তাদের সহযোগিতার আশ্বাস দেন।
সমাবেশ শেষে অতিথিদের সম্মানে এক বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানটি বরগুনা জেলার পুলিশ প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রশংসিত হয়েছে।