ঘোড়াঘাট পৌর এলাকায় তারুণ্যের উৎসব র্যালী

- আপডেট সময় : ০৮:০৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে

আনভিল বাপ্পি ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই প্রতিপাদ্য নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকায় তারুণ্যের উৎসব র্যালী অনুষ্ঠিত হয়েছে।
র্যালিতে ঘোড়াঘাট কেসি পাইলট স্কুল এন্ড কলেজ, ঘোড়াঘাট আরসি বালিকা উচ্চ বিদ্যালয়, নুরজাহানপুর অব.সামরিক কলোনী উচ্চ বিদ্যালয় ,শাহ ইসমাইল গাজী উচ্চ বিদ্যালয় বিদ্যালয়, ঘোড়াঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঘোড়াঘাট জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর অংশগ্রহন করেন।
আজ বুধবার বেলা ১০টার দিকে ঘোড়াঘাট পৌর ভবন থেকে র্যালি বের করে পৌরসভার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে ঘোড়াঘাট কে সি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম, সহকারি কমিশনার ভূমি ও পৌর প্রশাসক আব্দুল আল মামুন কাওসার শেখ,ঘোড়াঘাট পৌরসভার সহকারী প্রকৌশলী আনোয়ার পারভেজসহ অনেকে।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিষ্ঠানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীরা।