ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
ঘোড়াঘাটে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত আটোয়ারীতে বিএনপির কমিটি স্থগিত, সভাপতি পরিচয়ে স্থগিত সভাপতির বক্তব্যে সমালোচনার ঝড় পীরগঞ্জে আলু চাষিদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা পীরগঞ্জে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহ ৪শ জনের বিরুদ্ধে মামলা বরগুনায় স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত সিনিয়র যুগ্ম আহ্বায়কের শুভাগমন উপলক্ষে আনন্দ র‍্যালি বরগুনা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড, কিট প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত দোহারে সাব-রেজিস্ট্রার অফিসে তালা দিল বিক্ষুব্ধরা দেবীগঞ্জে  বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পীরগঞ্জে সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু বরগুনার তালতলীতে ২ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

জামালপুরের দেওয়ানগঞ্জে জবরদখল, ভাংচুর-লুটপাটের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ ২৫ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন, জামালপুর প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জে জমি জবরদখল, দোকানপাট ভাংচুর, লুটপাটসহ প্রায় ৫৫ লাখ টাকা ক্ষতি করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য সামছুল আলম এবং তার সহযোগী হাসানের বিরুদ্ধে। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ কোন সাড়া দেয়নি বলে দাবি ভুক্তভোগীর।

বুধবার সন্ধ্যায় জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আমানত আলী তার লিখিত বক্তব্যে বলেন, দেওয়ানগঞ্জ থানাধীন কিছমত আমখাওয়া মৌজার লংকার চর সকাল বাজারস্থ ১২৯ নং বিআরএস এর ৫১৬ ও ৫১৭ নং দাগের ১৬ শতাংশ জমি আমি এবং আমার ভাই-বোনেরা ওয়ারিশ সূত্রে মালিকানা প্রাপ্ত হয়ে ৫ টি দোকান ঘর নির্মাণ করে ভাড়া দিয়েছি। ভাড়াটিয়ারা সেখানে মুদি দোকানসহ বিভিন্ন ধরনের দোকান দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করছে। এরই মধ্যে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ও তার সহযোগীরা আমার কাছে প্রথমে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং চাঁদা না পেয়ে তারা রাস্তা তৈরির নাম করে আমাদের জমি ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে উচ্ছেদের পায়তারা করতে থাকে। এ বিষয়ে অভিযুক্ত ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জামালপুর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর আদালতে মামলা চলমান আছে। মামলা করায় প্রতিপক্ষরা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে চলতি মাসের ২১ জানুয়ারি রাতে আওয়ামী লীগ নেতা সামছুল আলমের নেতৃত্বে ওই এলাকার জসমত আলীর ছেলে হাসান আলী (২৫), মৃত আছর উদ্দিনের ছেলে সাহার আলী নাদু (৪০), মৃত উসমান শেখের ছেলে জসমত আলী (৫৫), সহিদুর রহমানের ছেলে আকতার হোসেন ওরফে রুবেল (২৭), হাবিবুর রহমানের ছেলে হাবিজুর রহমান (২৫), আব্দুর গফুর মন্ডলের ছেলে শাহিন মিয়া (২৫), আব্দুর রহিমের ছেলে জহুরুল হক (৩৭), ইউসুফ আলী মাস্টারের ছেলে মোজাম্মেল হক (৩০), সাহার আলী নাদুর ছেলে শাকিল মিয়া (২০), অছিউজ্জামানের ছেলে শাহার আলী (৪৫), জুড়াল মিয়ার ছেলে রবিচান মিয়া (৪৪) সহ অজ্ঞাত আর অর্ধশত লোকজন দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে দোকান ঘর ভাংচুরসহ ৫ টি দোকানে থাকা প্রায় ৫৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

তিনি অভিযোগ করে বলেন, ঘটনার সময় ত্রিপল নাইনে কল দিলে ত্রিপল নাইন থেকে দেওয়ানগঞ্জ থানার ওসিকে অবহিত করা হয়। এর আগে উপজেলার সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিমকে ফোনে বিষয়টি জানানো হলেও পুলিশ কোনো সাড়া দেননি। শুধু তাই নয় ঘটনারপর দেওয়ানগঞ্জ থানায় লিখিত অভিযোগ করার পরেও এখন পর্যন্ত পুলিশ ঘটনাস্থল পরিদর্শনও করেননি।

এসময় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য সন্ত্রাসী সামছুল আলম ও তার সহযোগী হাসান আলীর শাস্তির দাবি করেন ভুক্তভোগী আমানত আলী।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আমানত আলীর স্বজনরাসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার বিভিন্ন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

দেওয়ানগঞ্জ থানার ওসি নাজমুল হাসান সাংবাদিকদের বলেন, ঘটনার সময় অনেক রাত হওয়ায় সেখানে যাওয়া সম্ভব হয়নি। তবে পরদিন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযুক্ত সাবেক মেম্বার সামছুল আলমের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জামালপুরের দেওয়ানগঞ্জে জবরদখল, ভাংচুর-লুটপাটের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

আপডেট সময় : ০৮:১৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

মোঃ শামীম হোসেন, জামালপুর প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জে জমি জবরদখল, দোকানপাট ভাংচুর, লুটপাটসহ প্রায় ৫৫ লাখ টাকা ক্ষতি করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য সামছুল আলম এবং তার সহযোগী হাসানের বিরুদ্ধে। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ কোন সাড়া দেয়নি বলে দাবি ভুক্তভোগীর।

বুধবার সন্ধ্যায় জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আমানত আলী তার লিখিত বক্তব্যে বলেন, দেওয়ানগঞ্জ থানাধীন কিছমত আমখাওয়া মৌজার লংকার চর সকাল বাজারস্থ ১২৯ নং বিআরএস এর ৫১৬ ও ৫১৭ নং দাগের ১৬ শতাংশ জমি আমি এবং আমার ভাই-বোনেরা ওয়ারিশ সূত্রে মালিকানা প্রাপ্ত হয়ে ৫ টি দোকান ঘর নির্মাণ করে ভাড়া দিয়েছি। ভাড়াটিয়ারা সেখানে মুদি দোকানসহ বিভিন্ন ধরনের দোকান দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করছে। এরই মধ্যে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ও তার সহযোগীরা আমার কাছে প্রথমে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং চাঁদা না পেয়ে তারা রাস্তা তৈরির নাম করে আমাদের জমি ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে উচ্ছেদের পায়তারা করতে থাকে। এ বিষয়ে অভিযুক্ত ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জামালপুর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর আদালতে মামলা চলমান আছে। মামলা করায় প্রতিপক্ষরা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে চলতি মাসের ২১ জানুয়ারি রাতে আওয়ামী লীগ নেতা সামছুল আলমের নেতৃত্বে ওই এলাকার জসমত আলীর ছেলে হাসান আলী (২৫), মৃত আছর উদ্দিনের ছেলে সাহার আলী নাদু (৪০), মৃত উসমান শেখের ছেলে জসমত আলী (৫৫), সহিদুর রহমানের ছেলে আকতার হোসেন ওরফে রুবেল (২৭), হাবিবুর রহমানের ছেলে হাবিজুর রহমান (২৫), আব্দুর গফুর মন্ডলের ছেলে শাহিন মিয়া (২৫), আব্দুর রহিমের ছেলে জহুরুল হক (৩৭), ইউসুফ আলী মাস্টারের ছেলে মোজাম্মেল হক (৩০), সাহার আলী নাদুর ছেলে শাকিল মিয়া (২০), অছিউজ্জামানের ছেলে শাহার আলী (৪৫), জুড়াল মিয়ার ছেলে রবিচান মিয়া (৪৪) সহ অজ্ঞাত আর অর্ধশত লোকজন দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে দোকান ঘর ভাংচুরসহ ৫ টি দোকানে থাকা প্রায় ৫৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

তিনি অভিযোগ করে বলেন, ঘটনার সময় ত্রিপল নাইনে কল দিলে ত্রিপল নাইন থেকে দেওয়ানগঞ্জ থানার ওসিকে অবহিত করা হয়। এর আগে উপজেলার সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিমকে ফোনে বিষয়টি জানানো হলেও পুলিশ কোনো সাড়া দেননি। শুধু তাই নয় ঘটনারপর দেওয়ানগঞ্জ থানায় লিখিত অভিযোগ করার পরেও এখন পর্যন্ত পুলিশ ঘটনাস্থল পরিদর্শনও করেননি।

এসময় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য সন্ত্রাসী সামছুল আলম ও তার সহযোগী হাসান আলীর শাস্তির দাবি করেন ভুক্তভোগী আমানত আলী।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আমানত আলীর স্বজনরাসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার বিভিন্ন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

দেওয়ানগঞ্জ থানার ওসি নাজমুল হাসান সাংবাদিকদের বলেন, ঘটনার সময় অনেক রাত হওয়ায় সেখানে যাওয়া সম্ভব হয়নি। তবে পরদিন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযুক্ত সাবেক মেম্বার সামছুল আলমের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।