ঘোড়াঘাটে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত ২টি পরিবারকে বিএনপির নগদঅর্থসহ শীতবস্ত্র বিতরণ

- আপডেট সময় : ০৮:১৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ ৩০ বার পড়া হয়েছে

আনভিল বাপ্পি ঘোড়াঘাট( দিনাজপুর)প্রতিনিধি.
দিনাজপুরের ঘোড়াঘাটে সিংড়া ইউনিয়নের গোবিন্দপুর মাঝিপাড়াতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত শান্ত ও সুমনের পরিবারের মাঝে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষ থেকে নগদঅর্থসহ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে তার পক্ষ থেকে নগদঅর্থসহ শীতবস্ত্র বিতরণ করেন,ঘোড়াঘাট উপজেলা ও পৌর বিএনপির নেতা কর্মীরা।
বিতরনী অনুষ্ঠান উপস্থিত ছিলেন,পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান চৌধুরী,সাধারন সম্পাদক আবু সাইদ মিয়া,সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক পল্লব মন্ডলসহ অনেকে।
উল্লেখ্য যে,গত মঙ্গলবার রাত সাড়ে ৮ দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে শান্ত ও সুমনের তিনটি ঘর ও ঘরে রক্ষিত মালামাল পুড়ে ভষ্মীভূত হয়।এতে পরিবার ২টির ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। অগ্নিকান্ডের সময় কাজের সুবাদে বাড়িতে কেউ ছিলেন না।