বরগুনার বেতাগীর কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে তারুণ্য মেলা উদযাপিত

- আপডেট সময় : ০৪:২৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ ৩০ বার পড়া হয়েছে

সোহরাব বরগুনা প্রতিনিধি:
বরগুনার বেতাগী উপজেলার কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য তারুণ্য মেলা। এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী।
মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির মল্লিক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং অভিভাবকবৃন্দ।
এবারের তারুণ্য মেলায় স্থানীয় তরুণদের সৃজনশীল কর্মকাণ্ড প্রদর্শনের পাশাপাশি নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। মেলায় তরুণ প্রজন্মের উদ্যম এবং সৃজনশীলতাকে উৎসাহিত করতে বিশেষ কর্মশালারও আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী তার বক্তব্যে বলেন, “তরুণ প্রজন্মই আমাদের ভবিষ্যৎ। তাদের মেধা ও সৃজনশীলতাকে বিকশিত করতে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
বিশেষ অতিথি মোঃ হুমায়ুন কবির মল্লিক বলেন, “তরুণদের মননশীল ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণ করিয়ে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করা সম্ভব। এ ধরনের মেলা সেই পথকে সুগম করে।
তারুণ্য মেলাটি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে। মেলার আয়োজন নিঃসন্দেহে একটি স্মরণীয় উদাহরণ হয়ে থাকবে।
তারুণ্যের এমন সৃজনশীল মেলাবন্ধন একটি সুন্দর ও সুখী সমাজ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।