সালমান এফ রহমান ক্ষমতাকে পুঞ্জীভূত করেছিলো-সারজিস আলম

- আপডেট সময় : ০১:৪০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ৯২ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকা-১ আসনের সাবেক এমপি সালমান এফ রহমান ক্ষমতাকে বিকেন্দ্রী করন না করে ক্ষমতাকে প্ঞ্জুীভূত করে রেখেছিলো, বলেছেন জাতীয় নাগরিক কমিটির বিপ্লবী মূখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার দোহারে রিক্সা শ্রমিকদের মাঝে উপহার বিতরণ ও রাষ্ট্রগঠণে শ্রমজীবী মানুষের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। সালমান এফ রহমানকে উদ্দেশ্য করে সারজিস বলেন, দরবেশ দোহার নবাবগঞ্জের উন্নয়ন না করে ৩০ হাজার কোটি টাকা বিদেশে পাঁচার করেছে, এই টাকা জনগনের। এমন দরবেশরা শ্রমিকদের পকেট কেটে নিজেদের পকেট ভারি করেছে। জাতীয় নাগরিক কমিটির লজিস্টিকস্ সম্পাদক রাসেল আহমেদ এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল, দপ্তর সেল সম্পাদক জাহিদ আহসান, কেন্দ্রীয় সমন্নয়ক রশিদুল ইসলাম রিফাত, মো.হাসিবুল ইসলাম, লুৎফর রহমান, আহনাফ সাঈদ খানসহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মো.আদনান, সোহেল বেপারী, শহিদুল ইসলাম, আদর ইসলাম আকাশ, বিল্লাল হোসেনসহ আরও অনেকে। সভাশেষে রিক্সা শ্রমিকদের মাঝে উপহার বিতরণ করেন অতিথিরা।