এইমাত্র প্রকাশিত
পীরগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপনে নানা কর্মসূচী পালন ।

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৪১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫ ১২৭ বার পড়া হয়েছে

পীরগঞ্জ প্রতিনিধি :
“এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” এই শ্লোগানে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপনে প্রতিবন্ধীদের মাঝে ঋণ দান, ৪৯ জন দুরারোগ্য রোগীকে ৫০ হাজার টাকা করে অনুদান প্রদান, পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সহ অংশীদারিত্বমূলক দায়িত্ব বন্টনে উৎসাহিত করন বিষয়ে উন্মুক্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচী পালন হয়। দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) এন, এম, ইশফাকুল কবীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা সমাজসেবা অফিসার এস.এম রফিকুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, উপজেলা আইসিটি অফিসার সুমিত গুপ্ত, শিক্ষার্থী তারেক হোসেন, হিমু সরকার প্রমূখ।