বরগুনায় গ্রাম আদালত বিষয়ক বিশেষ কমিউনিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ১২:২৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ২৩৮ বার পড়া হয়েছে

সোহরাব বরগুনা প্রতিনিধি:
বরগুনার আয়লা পাতাকাটা ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হলো গ্রাম আদালত বিষয়ক এক বিশেষ কমিউনিটি মতবিনিময় সভা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ সভায় অংশ নেন স্থানীয় জনগণ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, ইউপি সদস্যবৃন্দ, সমাজসেবী সংগঠনের প্রতিনিধিরা এবং সাংবাদিকগণ। সভার মূল উদ্দেশ্য ছিল গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় সমস্যা সমাধানে আইনগত প্রক্রিয়াকে সহজ করা এবং স্থানীয়দের আইনি সচেতনতা বৃদ্ধি করা। সকালে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা সমন্বয়কারী সাদিয়া আক্তার গ্রাম আদালতের কার্যক্রম ও সচেতনামূলক দিক তুলে ধরেন। সভায় গ্রাম আদালত বিষয়ক একটি ভিডিও প্রদর্শন করা হয় এবং গ্রাম্য নাটকের মাধ্যমে আদালতের বিচারক কার্যক্রম চিত্রিত করা হয়, যাতে স্থানীয়রা এ সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে পারেন। সভায় অংশগ্রহণকারীরা জানান, এই মতবিনিময় সভার মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে অনেক নতুন তথ্য জানতে পেরেছেন এবং স্থানীয় বিরোধ নিষ্পত্তির জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন। এ ধরনের সচেতনতামূলক সভা ভবিষ্যতেও আয়োজন করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন। স্থানীয় পর্যায়ে আইনি সেবা সহজলভ্য করতে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও প্রসারিত করার আহ্বান জানান সংশ্লিষ্টরা।