একাধিক মামলার আসামী বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যানকে জামিনের প্রতিবাদে ও পুনরায় গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

- আপডেট সময় : ০১:২০:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের নেতা ও একাধিক মামলার আসামী কুদরত ই খুদা মিলনকে জামিন দেয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে পঞ্চগড় জেলা জজ আদালতের সামনে বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া ও ভজনপুর বাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মিলন চেয়ারম্যানের অত্যাচারের শিকার আব্দুল হামিদ সহ অর্ধশত ভূক্তভোগী মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন একজন ভূমিদস্যু, মামলাবাজ, মাদক বিক্রেতা, নারী লোভী, ভারতীয় গরুর দালাল সহ যাবতীয় বেআইনি কাজে জড়িত। বাংলাবান্ধা স্থলবন্দরে পাথরের সিন্ডিকেট সহ তৎকালীন রাজনৈতিক প্রভাবে বিএনপির অফিস ভাংচুর, বিএনপির সাধারণ কর্মীদের মারধর করে দোকানপাট ভাংচুর, বোদা উপজেলায় ককটেল বিস্ফোরণের সাথে জড়িত। একজন ব্যাক্তির বিরুদ্ধে এতগুলো মামলা থাকার পরেও কিভাবে তাকে জামিন দেয়া হলো পঞ্চগড় আদালত থেকে। যেখানে হাইকোর্টও জামিন দেয় নাই। তাকে পুনরায় গ্রেপ্তার করে আবারো শাস্তির মুখোমুখি করা হোক। এমন লোক জেলের বাইরে থাকলে আমাদের সাধারণ মানুষের জন্য বিপদজনক। তার বিরুদ্ধে অগনিত মামলা আছে। অথচ সে জামিন পেয়ে যাচ্ছে হরহামেশাই। একটি মামলায় তাকে মাত্র ৯ দিনের মাথায় জামিন দেয়া হলো। আমরা এর প্রতিবাদ জানাই। একই সাথে তাকে গ্রেপ্তার করে শাস্তির দাবি জানাই। পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট দপ্তরে ইউপি চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহনের জন্য স্মারকলিপি দেয়া হয়।