পীরগঞ্জে তারুণ্যের উৎসবের পুরস্কার বিতরণ

- আপডেট সময় : ০৩:৫০:০৫ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ বার পড়া হয়েছে

পীরগঞ্জ প্রতিনিধি : “
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”, এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব উপলক্ষে উদ্ভাবনী ধারণা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। বুধবার বিকালে উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার(অতিরিক্ত দায়িত্ব) এনএম ইসফাকুল কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, আইসিটি অফিসার সুমিত গুপ্ত, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাইমুর রহমান, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল প্রমূখ। শেষে উদ্ভাবনী ধারণায় জেলা পর্যায়ে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করায় পীরগঞ্জ সরকারি কলেজ এবং পীরগঞ্জ বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।