বরগুনায় গ্রাম আদালতের উপজেলা রিসোর্স টিমের ২দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

- আপডেট সময় : ১২:৩৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫ ১২৭ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধি:
স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)” প্রকল্পের আওতায় বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে ২৭-২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে গ্রাম আদালতের উপজেলা রিসোর্স টিমের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন বরগুনা জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারগণ, প্রতিটি থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা ও যুব উন্নয়ন কর্মকর্তারা। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক জনাব মোহাম্মদ শফিউল আলম। তিনি প্রশিক্ষণের কোর্স মূল্যায়ন করে অংশগ্রহণকারীদের গ্রাম আদালতকে আরও কার্যকরী করতে আহ্বান জানান। তিনি বলেন, গ্রাম আদালত একটি সুন্দর ও শক্তিশালী ব্যবস্থা। আইন অনুযায়ী এটি কার্যকর করতে হলে উপজেলা নির্বাহী অফিসার এবং থানার অফিসার ইনচার্জদের ইউনিয়ন পর্যায়ের আদালতগুলোর পরিদর্শন ও মনিটরিং নিশ্চিত করতে হবে। এছাড়া, ইউপি চেয়ারম্যানদেরকে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার পরামর্শ দেন তিনি, যাতে ইউনিয়ন পরিষদের সদস্যরা আইনি দক্ষতা বৃদ্ধি করে গ্রাম আদালতকে কার্যকরভাবে পরিচালনা করতে পারেন। এই প্রশিক্ষণের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি করে গ্রাম আদালতের কার্যকারিতা নিশ্চিত করাই মূল লক্ষ্য। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা ইউনিয়ন পর্যায়ে গিয়ে সাধারণ জনগণের ন্যায়বিচার প্রাপ্তি সহজতর করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এ ধরনের প্রশিক্ষণ ধারাবাহিকভাবে চলমান থাকবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।