দেবীগঞ্জে জাতীয় ৭ম ভোটার দিবস পালিত হয়েছে ।

- আপডেট সময় : ০২:০৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে

দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধি ।
তোমার আমার বাংলাদেশে” ভোট দিব মিলে মিশে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে,পঞ্চগড়ের দেবীগঞ্জে জাতীয় ৭ম ভোটার দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার (০২ মার্চ) সকাল সাড়ে ১১টায় দেবীগঞ্জ উপজেলা প্রশাসন চত্ত্বরে এ র্যালী আয়োজন করা হয়। উক্ত র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ দপ্তরে কর্মকর্তা কর্মচারীগণ এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন । রেলি শেষে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় ৭ম ভোটার দিবস উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহ্ মোঃ আহসান হাবীব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মাহমুদুর হাসান।আরো উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম আযম, উপজেলা মৎস্য কর্মকর্তা রতন বর্মন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শাহ মুহাম্মদ আমিন আহসান, উপজেলা সমবায় কর্মকর্তা আল মামুন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার এ.কে. ভুঁইয়া, দেবীগঞ্জ থানা পুলিশ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং উপস্থিত ছিলেন স্থানীয় গনমাধ্যমকর্মীরা।