পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

- আপডেট সময় : ১১:৩৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫ ২২ বার পড়া হয়েছে

পীরগঞ্জ প্রতিনিধি : ”
অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় এই দিবস পালিত হয়। পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এন, এম, ইশফাকুল কবীর এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারি উপজেলা প্রার্থমিক শিক্ষা অফিসার শাহজান আলী, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা মুন্নি বেগম, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদিন বাবুল, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের হিসাব রক্ষক আশরাফ আলী, মহিলা সমিতির সভানেত্রী ফেরদৌসী বেগম, ওয়ার্ল্ড ভিশন প্রকল্প কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ। পরে উন্নয়ন সংস্থা গুডনেইবারস এর ব্যানারে নারীদের অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়নে গণস্বাক্ষর প্রদান ও কমিউনিটি নারী নেতৃত্বে বিশেষ অবদানের জন্য সাহসিকা সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।