এইমাত্র প্রকাশিত
পঞ্চগড় জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৩১:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫ ৪১ বার পড়া হয়েছে

মোঃ আতাউর রহমান ডেক্স রিপোর্ট ।
পঞ্চগড় জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দেবীগঞ্জ উপজেলার মৌমাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মাহফিলে সংগঠনের সভাপতি আবুল হোসেন মোঃ তুবারক আলী হ্যাপি, সাধারণ সম্পাদক মো: রবিউল ইসলাম এবং দন্ডপাল ইউনিয়ন সহ উপজেলার বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।ইফতার মাহফিলে ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সকল সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। অতিথিরা এ সময় শ্রমিকদের কল্যাণে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং রমজানের পবিত্রতা রক্ষা করে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান।
আয়োজকরা জানান, প্রতি বছর তারা এই ধরনের ইফতার মাহফিলের আয়োজন করেন, যা শ্রমিকদের মাঝে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে। ইফতারের পর এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে সংগঠনের মঙ্গল ও দেশবাসীর শান্তি কামনা করা হয়।