দেশে ধর্ষন, আইনশৃঙ্খলা অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে ডোমারে মানববন্ধন ।

- আপডেট সময় : ০১:১৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ১৩ বার পড়া হয়েছে

এমদাদুল হক মাসুম, ডোমার প্রতিনিধিঃ
সারাদেশে নারী নিপীড়ন, ধর্ষন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্তা ও বিচারহীনতার প্রতিবাদে ডোমারে মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত। (১৩ মার্চ বৃহস্পতিবার) সকাল ১১ টায় শহরস্থ রেলগেট মোড়ে মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “নবজাগরণ ডোমার” এর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ছাত্রনেতা অর্নব আহমেদ আলীফ। এসময় বক্তব্য রাখেন শিক্ষক মোঃ সহিদুল ইসলাম, নুরমুতা সাব্বির স্বরল, শিক্ষার্থী আইরিন আক্তার, মাহবুবা আক্তার, সমন্বয়ক শরিফ হোসেন, সমাজ সেবক এসএম রানা প্রমুখ। বক্তারা নারী নিপীড়ন ও ধর্ষনকারীর ফাঁসি অথবা অর্ধেক মাটিতে পুতে ঢিল নিক্ষেপ করে মৃত্য নিশ্চিতের দাবী সহ সারাদেশে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির তিব্র সমালোচনা করে দ্রুত পরিস্থিতির উন্নতি করার জোর দাবী জানান। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র/ছাত্রী সহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন ও মিছিলের সহযোগিতায় ছিলেন “হৃদয়ে ডোমার”।