জয়পুরহাট প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৪:৩২:১৬ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে

সেলিম হোসেন রুবেল,জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় জয়পুরহাট প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন। এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, জেলা ডিবি পুলিশের ওসি মো: আসাদুজ্জামান, সদর থানার ওসি নূর আলম সিদ্দিক, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুর রউফ প্রমুখ।