দেবীগঞ্জে নিখোঁজ দুই শিক্ষার্থী উদ্ধার, অভিযুক্ত যুবক আটক

- আপডেট সময় : ১০:২৭:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় নিখোঁজ দুই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক যুবক আটক ।
দেবীগঞ্জ উপজেলার সুন্দর দিঘি ইউনিয়নের দুই শিক্ষার্থী ১৮/০৩/২০২৫ রোজ মঙ্গলবার সকালে নিখোঁজ হয়। একজন অষ্টম শ্রেণির শিক্ষার্থী অপরজন দশম শ্রেণির শিক্ষার্থী দুইজন পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সুন্দর দিঘী ইউনিয়নের তাতিঁপাড়া এলাকার বাসিন্দা ।
হঠাৎ করেই বাড়ি থেকে নিখোঁজ হলে তাদের পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে তারা দেবীগঞ্জ থানায় জানান ।দেবীগঞ্জ থানার পুলিশ খবর পাওয়ার পরপরই তদন্ত শুরু করেন ।১৯ মার্চ ২০২৫(রোজ বুধবার) রাত ১ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনাপোতা পাচকলতলা এলাকার একটি বাড়িতে তাদের অবস্থানের খবর পাওয়া যায়। ওসি সোয়েল রানার নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে দুই শিক্ষার্থীকে উদ্ধার করে এবং ১০নং চেংঠি হাজরা ডাঙ্গা ইউনিয়নের দন্ডপাল পুরাতন বাড়ি গ্রামের হাকিনুর ইসলামের ছেলে মোঃ মোত্তারুল ইসলাম (৩৫)কে আটক করে।
উদ্ধারকৃতদের পরিবারের সদস্যরা পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমাদের সন্তানদের ফিরে পেয়ে স্বস্তি পেয়েছি। আমরা দ্রুত অপহরন কারির বিচার চাই।”দেবীগঞ্জ থানার ওসি সোয়েল রানা বলেন, “আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে ভিকটিমদের উদ্ধার করতে পেরেছি। আটক কৃত যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন /০৩ এর সংশোধনীয় ৭/৩০ ধারায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত পদক্ষেপ নেওয়ায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।