এইমাত্র প্রকাশিত
দোহারে যুবদলের সংবাদ সম্মেলন

দুলাল মাহমুদ দোহার (ঢাকা)
- আপডেট সময় : ০৩:১৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে

ঢাকার দোহারের পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে যুবদল নেতাদের জরিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ও পৌরসভা যুবদলের নেতা কর্মীরা।
শনিবার দুপুরে দোহার প্রেসক্লাব সভাকক্ষে সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন পদ্মায় রাতের আধারে বালু উত্তোলন নিয়ে বেশ কয়েকটি জাতীয় দৈনিকে যুবদল নেতা মোশারফ হোসেন ও মাহাবুবুর রহমান বেপারীসহ আরও বেশ কয়েকজনের নামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।
এসময় লিখিত বক্তব্য পাঠ করেন দোহার উপজেলা যুবদল নেতা হেলাল উদ্দিন। তিনি বলেন, পদ্মায় বালু উত্তোলনের সাথে কোনো যুবদল নেতাকর্মী জরিত নয়। সংগঠণের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য একটি চক্র সাংবাদিকদের ভুল তথ্য দিয়েছে বলে দাবি করেন তিনি।
এসময় দোহার উপজেলা ও পৌরসভা যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।