বোদায় বাড়ির জমি দখলের চেষ্টা

- আপডেট সময় : ০৪:১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ ১৮০ বার পড়া হয়েছে

বোদা(পঞ্চগড়)প্রতিনিধিঃ
পঞ্চগড়র বোদা পৌরসভার আটোয়ারী উপজেলার সাতখামার মৌজার সাইদুল ইসলাম ওরফে তানভীরের বসতবাড়ির জমি জবর দখলের চেষ্টা করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে৷ ঘন্টাখানেক পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এলে সকলে পালিয়ে যায়৷
বাড়ি ভাংচুরের সময় মৃত মনছুরের ছেলে ও মেয়ে মমিন, মকলেছার, বুনু ইসলাম, মুক্তারা, কুলছুম, মকলেছার স্ত্রী নাসিমা বেগম, বুনু ইসলামের স্ত্রী তহমিনা বেগম, মোস্তফার ছেলে পারভেজ ও স্ত্রী পারুল, মোমিনের ছেলে বাবু ও সাদেকুল, মকলেছারের ছেলে রাজু ছিলেন বলে অভিযোগ করেন সাইদুল ইসলাম তানভীর৷ জানা যায়, এক দাগে ২.৭৪ জমির মধ্যে বসত বাড়িতে এ ঘটনা ঘটে এবং সে জমিটি নিয়েই তাদের দুপক্ষের দ্বন্দ্ব ছিলো। এবিষয়ে সাইদুল ইসলাম ওরফে তানভীর বলেন, গতকাল সকালে তারা দলবদ্ধ ভাবে আমার বাসায় হুমকি দিয়ে যায়। পরে আমি আটোয়ারী থানায় লিখিত অভিযোগ দায়ের করি। এরপর রাতে তারা আমার বাড়িতে সংঘবদ্ধ হামলা করে। সেসময় তারা দুই ভরি স্বর্ণ ও আমার ২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায়। এবিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। এবিষয়ে আটোয়ারী থানার ওসি বলেন, এঘটনায় দু-পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছেন। আমি দুজন অফিসার সহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। তারা ঈদের পরে বসে এটি সমাধান করতে চেয়েছে৷ যদি তারা সমাধান না করে মামলা করতে চায়, মামলা করতে পারবে৷