দেবীগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ।

- আপডেট সময় : ০৫:৩১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে

সারাদেশের ন্যায় পঞ্চগড়ের দেবীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ২৫ মার্চ গণহত্যা দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।আজ মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১১টায় পারঘাট বধ্যভূমিতে বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে ১ মিনিট নীরবতা পালন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা নাইম মোর্শেদ,
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, সমাজসেবা কর্মকর্তা গোলাম আজম .দেবীগঞ্জ থানার ওসি সোয়েল রানা সহ বিভিন্ন দপ্তরের প্রধান ও বীর মুক্তিযোদ্ধারা।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতের ভয়াবহ হত্যাযজ্ঞের কথা স্মরণ করে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় গণহত্যা
থেকে বেঁচে ফেরা কলীন্দ্রনাথ রায়কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়।এছাড়া, গণহত্যা দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।