দেবীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন করা হয়েছে।

- আপডেট সময় : ১১:০২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে

-আতাউর রহমান দেবীগঞ্জ প্রতিনিধি
পঞ্চগড়ের দেবীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দেবীগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, ২০২৫ উদ্যাপিত হয়েছে। বুধবার (২৬শে মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনারে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার রুনা লায়লা দেবীগঞ্জ সার্কেল, কৃষি কর্মকর্তা নাঈম মোরশেদ, উপজেলা প: প: কর্মকর্তা সুমনধর, অফিসার ইনচার্জ সোয়েল রানা , বীর মুক্তিযুদ্ধ সংসদ, ফায়ার সার্ভিস ডিফেন্স,সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান-সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পুষ্পস্তবক অর্পণ শেষে ।মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পাবলিক ক্লাব মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান বলেন দেবীগঞ্জের মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি রয়েছে। এখনো বধ্যভূমিসমূহ মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করছে।কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।