বরগুনায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপিত

- আপডেট সময় : ০১:৩৯:১৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধি:
বরগুনা সদর উপজেলার, বদরখালী ইউনিয়নের ফুলঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাতাব হোসেন সভাপতিত্ব করেন। একই সাথে ১৩৭ নং উত্তর কুমড়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ সোহরাব হোসেন সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মোসা: নিগার সুলতানার তত্ত্বাবধানে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেমের চেতনা জাগ্রত করার আহ্বান জানান। শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশনসহ বিভিন্ন দেশাত্মবোধক সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। দিনটি উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের শিক্ষকগণ এবং উপস্থিত অতিথিবৃন্দ স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরে শিক্ষার্থীদের মাঝে উদ্বুদ্ধকরণ বক্তব্য প্রদান করেন। এ ধরনের উদ্যোগ ভবিষ্যত প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।