বরগুনায় প্রতারকের মিথ্যা মামলার বিরুদ্ধে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

- আপডেট সময় : ০১:৪০:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫ ৫১ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধি:
বরগুনার বেতাগীতে প্রতারণার শিকার এক গৃহবধূ মিথ্যা মামলার হাত থেকে জামিনে মুক্ত হয়ে নিজের জীবনের নিরাপত্তার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। আজ বুধবার বেলা ১১টায় সরিষামুড়ি ইউনিয়নের, পশ্চিম সরিষামুড়ি গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন প্রতারণার শিকার কবির শিকদারের স্ত্রী । তিনি অভিযোগ করেন, ইমাম নামের এক ব্যক্তি প্রতারণার মাধ্যমে তার মোবাইল ফোন নিয়ে গভীর রাতে কবিরের বাড়িতে উপস্থিত হয়। ভুক্তভোগী জানান, তার ছেলে শাহজাদা প্রবাসে থাকায়, ইমাম কৃত্রিমভাবে শাহজাদার কণ্ঠ নকল করে তার গুরুত্বর অসুস্থতার খবর জানায় এবং পঞ্চাশ হাজার টাকা দাবি করে। কিন্তু টাকা না পেয়ে, পরবর্তীতে তানজিলা নামের এক প্রতারক চক্র তার মা রওশনারা বেগমকে বাদী করে ভুক্তভোগীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। ভুক্তভোগী কবিরের পরিবারের দাবি অভিযুক্ত ইমামকে প্রশাসন জিজ্ঞাসাবাদ করলে আসল রহস্য বেরিয়ে আসবে। তারা প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ন্যায় বিচার প্রার্থনা করেন। স্থানীয়রা বলছেন এই ধরনের প্রতারণামূলক কাজ সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। তারা দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। বেতাগী থানার অফিসার্স ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বলেন এ ব্যাপারে মামলা হয়েছে , অভিযুক্ত আসামি ইমামকে গ্রেফতার করা হয়েছে । তদন্ত সাপেক্ষে আসল রহস্য বেরিয়ে আসবে, দোষীদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।