বোদায় বিএনপি’র উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত।

- আপডেট সময় : ০২:৫০:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে

মোঃ আশরাফুল ইসলাম,পঞ্চগড় জেলা প্রতিনিধি ঃ
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নেতা আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।
আজ ২৯ শে মার্চ ২০২৫ বেলা ১২ ঘটিকার সময় বোদা উপজেলা শহীদ মিনার চত্বরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বোদা উপজেলা , পৌর ও কলেজ শাখার উদ্যোগে এবং জাতীয়তাবাদী ওলামা দল, বোদা উপজেলা ও পৌর শাখার তত্ত্বাবধানে হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা – ২০২৫ এর আয়োজন করে ।৷ উক্ত প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও সদস্য সচিব পঞ্চগড় জেলা বিএনপি। এ সময় আরো উপস্থিত ছিলেন বোদা উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব আফাজুল ইসলাম , উপজেলা বিএনপির সদস্য সচিব আসাদুল্লাহ আসাদ , উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল মান্নান, পৌর বিএনপির সদস্য সচিব মো, দিলরেজা ফেরদৌস চিন্ময় , পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুর রহমান আরিফ, সংগঠনিক সম্পাদক আলহাজ্ব মারুফ অনু , বোদা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক – রাফি, বোদা উপজেলা ওলামা দলের – সভাপতি / সম্পাদক, জাতীয়তাবাদী বোদা উপজেলা ছাত্রদলের সভাপতি – রিয়েল প্রধান , উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক – জীবন, পৌর ছাত্রদলের ইমন, কলেজ শাখা ছাত্রদলের – মুন্না , সাঈদ হিমেল সহ বোদা উপজেলার ১০ টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন মাদ্রাসার ৯৯ জন প্রতিযোগী এবং বিচারক মন্ডলীবৃন্দ উপস্থিত ছিলেন। বিভিন্ন মাদ্রাসার ৯৯ জন মাদ্রাসার শিক্ষার্থী প্রতিযোগিতা অংশ নেন। বিকালে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পিএনপি, নেতা আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পুরস্কার বিতরণ করেন।