দেবীগঞ্জে খালাকে ধর্ষণের চেষ্টা অভিযোগে মামলা

- আপডেট সময় : ০৩:২৪:১৪ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫ ১৪০ বার পড়া হয়েছে

দেবীগঞ্জ প্রতিনিধি ।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার উপেন চৌকী ভাজনী আদর্শগ্রামের মোছাঃ জয়তুন বেগম নামে এক গৃহবধূ তার প্রতিবেশী আব্দুল হালিমের বিরুদ্ধে উত্ত্যক্ত ও ধর্ষণচেষ্টার অভিযোগ এনে থানায় মামলা করেছেন।
জয়তুন বেগম অভিযোগে উল্লেখ করেন, তার স্বামী ঢাকায় কর্মরত থাকার সুযোগে অভিযুক্ত আব্দুল হালিম দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। একপর্যায়ে ২৮ মার্চ সকালে তিনি রান্নাঘরে কাজ করার সময় অভিযুক্ত ব্যক্তি জোরপূর্বক তার বাড়িতে প্রবেশ করে শারীরিকভাবে হেনস্তা ও ধর্ষণের চেষ্টা চালান। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যান।অভিযুক্ত আব্দুল হালিমের দাবি, জয়তুন বেগমের কাছে তার ১৫,০০০ টাকা পাওনা রয়েছে। তিনি টাকা চাইতে গেলে জয়তুন বেগম উল্টো তার শার্টের কলার ধরে ঘরের ভেতরে টেনে নিয়ে মারধর করেন এবং তার হাতে থাকা মোবাইল ফোনটি আগুন দিয়ে পুড়িয়ে দেন।আরো বলেন আমি একজন জামাতের সমর্থন আমার নেতাকে বিয়ষটি জানিয়েছি ।
অন্যদিকে, জয়তুন বেগমের দাবি, অভিযুক্ত হালিম তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন এবং তার কাছে একটি ভিডিও রয়েছে বলে ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করতেন। একসময় তিনি সেই ভিডিও দেখতে চাইলে হালিম তাকে কুপ্রস্তাব দেন এবং শারীরিকভাবে হেনস্তা করেন। এ কারণে তিনি থানায় গিয়ে মামলা করেছেন।এ বিষয়ে জয়তুন বেগমের স্বামী আয়নাল হক জানান, ঘটনার দিন সকালে তিনি ঘর থেকে বের হয়ে দেখেন, হালিম ও তার স্ত্রী টানাহেঁচড়া করছেন। পরে তিনি দুজনকে আলাদা করেন এবং হালিম চলে যান। কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে এসে বিস্তারিত শোনে।
স্থানীয় বাসিন্দা শাকিল ইসলাম বলেন, তিনি দেখেছেন জয়তুন বেগম হালিমকে তার বাড়ির ভেতরে শার্টের কলার ধরে চড় মারেন এবং তার মোবাইল ফোনটি পুড়িয়ে দেন। তিনি আরও জানান, আমি শুনেছি হালিম জামাত করে । বলে দাবি করতেন ।অপরদিকে, অভিযুক্ত হালিমের স্ত্রী জানান, তিনি ঢাকায় সন্তানদের নিয়ে কাজ করেন এবং জয়তুন বেগমের সঙ্গে তার স্বামীর অবৈধ সম্পর্ক রয়েছে বলে দাবি করেন। তিনি আরও বলেন, জয়তুন বেগম তার স্বামীর কাছ থেকে বিভিন্ন সময় টাকা নিতেন এবং টাকা চাইতে গেলে তাকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে টানাহেঁচড়া করেন। তিনি জানিয়েছেন তার স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে এবং তারা পাল্টা থানায় মামলা দায়ের করবেন।
এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সোয়েল রানা জানান, ভুক্তভোগী জয়তুন বেগম থানায় লিখিত এজাহার দাখিল করেন । ভিকটিমের এজাহারটি মামলা রুজু করা হয়েছে ২০০০সালের নারীওশিশু নির্যাতন দমন আইনের (সংশোধনীয়/০৩ )এর ৯(৪)(খ) দেবীগঞ্জ থানার মামলা নং ১৮তারিখ ২৯/০৩/২০২৫ইং ধারায় মামলা হয়েছে ।