আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সড়ক দুর্ঘটনা রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় যৌথ অভিযান পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী ও দেবীগঞ্জ থানা পুলিশ।

দেবীগঞ্জ সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন খালিদ জানান, জনসাধারণের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে এ বিশেষ অভিযান শুরু করা হয়েছে। তিনি বলেন, “বেপরোয়া গাড়ি চালানো, ফিটনেসবিহীন যানবাহন এবং জনদুর্ভোগ সৃষ্টি করে এমন যেকোনো কার্যকলাপ প্রতিরোধে আমরা কঠোর অবস্থানে আছি।”

এ অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনী ও পুলিশ বিভিন্ন সড়কে যানবাহনের কাগজপত্র পরীক্ষা করছে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে সড়কে শৃঙ্খলা ফিরবে এবং ঈদযাত্রা হবে আরও নিরাপদ।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, ঈদের পরেও এই অভিযান অব্যাহত থাকবে।
<p>সম্পাদক ও প্রকাশক</p><p>আতাউর রহমান</p><p><br></p>
Copyright © 2025 আজকের কন্ঠ. All rights reserved.