বেতাগী উপজেলা ও পৌর বিএনপি’র কমিটি বিলুপ্তির দাবিতে প্রতিবাদ সভা ও কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে আনন্দ রেলি

- আপডেট সময় : ০১:৪২:৪৪ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ৭০ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধি:
বরগুনার বেতাগী উপজেলা ও পৌর বিএনপির বিতর্কিত কমিটি বিলুপ্তির দাবিতে অনুষ্ঠিত হয়েছে এক প্রতিবাদ সভা ও কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে উপজেলা বিএনপির এক অংশের আনন্দ রেলি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ এপ্রিল ২০২৫) বিকেল ৫ টায় বেতাগী উপজেলা অডিটোরিয়ামে এ প্রতিবাদ সভার আয়োজন করেন বেতাগী উপজেলা ও পৌর বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরা। পরে তারা আগামীকাল রবিবার কর্মী সম্মেলনকে সামনে রেখে কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে এক বিশাল আনন্দ রেলি করেন। প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, অর্থের বিনিময়ে কমিটি গঠনসহ নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে দলকে দুর্বল করার অপচেষ্টা চলছে। মোঃ জলিলুর রহমান নান্না খান, সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি বলেন এই কমিটি রাতের আঁধারে গঠিত হয়েছে। এ কমিটি বাতিল করে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে নতুন কমিটি গঠন করতে হবে। মোঃ শাহজাহান কবির, সাবেক সভাপতি, বেতাগী উপজেলা বিএনপি বলেন “২০২৩ সালে পদবাণিজ্যের অভিযোগে বরগুনা জেলা কমিটি বাতিল হলেও, বেতাগীর পকেট কমিটি এখনো বহাল – এটা নিয়ে তীব্র প্রশ্ন আছে। সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা জোসনা বেগম , হাবিবুর রহমান খান সভাপতি বেতাগী পৌর বিএনপি ও যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি। সভাপতিত্ব করেন মোঃ শাহজাহান কবির, আর সঞ্চালনায় ছিলেন মোঃ রাশেদ খান। সভায় বক্তারা দ্রুত বিতর্কিত কমিটি বাতিল করে, ত্যাগী ও নির্যাতিত নেতাদের নেতৃত্বে নতুন কমিটি গঠনের দাবি জানান। এ সময় নৌ বাহিনী, পুলিশের ছিলো করা নিরাপত্তা।