ঈদের পর প্রথম কর্মদিবসে সেবা গৃহীতাদের ফুলের শুভেচ্ছা

- আপডেট সময় : ০৫:১৪:১৬ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫ ২০ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের নিজস্ব ফুল গাছের ফুল ও চকলেট দিয়ে ঈদের পর প্রথম কার্যদিবসে সেবাগ্রহীতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান পাসপোর্ট অফিসের কর্মকর্তা কর্মচারীরা। “পাসপোর্ট নাগরিক অধিকার, সর্বাত্মক সেবাই অঙ্গীকার ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সেবাগ্রহীতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান পাসপোর্ট অফিসের কর্মকর্তা কর্মচারীরা। টানা ৯ দিনের ঈদের ছুটি শেষে আজ রবিবার (৬ এপ্রিল) খুলেছে সরকারি অফিস-আদালত, ব্যাংক বিমাসহ সব আর্থিক প্রতিষ্ঠান। রোজার ঈদের আগে শেষ কর্মদিবস ছিল গত মঙ্গলবার (২৮ মার্চ )। আজ থেকে আগের নিয়মে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অর্থাৎ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে সরকারি অফিস-আদালত। ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সেবাগ্রহীতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপ-সহকারী পরিচালক প্রবীর বড়ুয়া, সুপারিনটেনডেন্ট ইব্রাহিম খলিল,রেকর্ড কীপার কবির হোসেন সহ অফিসের দায়িত্বরত সকল কর্মকর্তা ও কর্মচারিরা। ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসে পাসপোর্ট আবেদন করতে আসা মিরাজ হোসেন বলেন, পাসপোর্ট করতে আসার আগে পাসপোর্ট সম্পর্কে অনেক কথা শুনেছি কিন্তু আজ যা দেখলাম পুরোটাই ভিন্ন। পাসপোর্ট অফিস আমার কাগজ যাচাই বাছাই করে ছবি ও হাতের ছাপ দেয়ার জন্য রুম দেখিয়ে দিলেন এবং ঈদের শুভেচ্ছা জানালেন এ যেন নতুন বাংলাদেশের সফলতা ও ভিন্নতা। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহীরি থেকে আসা কাজল জনানা, আমি সকালে এসেছি তারা আমার কাগজ যাচাই বাছাই করেছে এবং ফুল ও চকলেট দিয়ে ঈদ শুভেচ্ছা জানিয়েছে। ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের রেকর্ড কীপার কবির হোসেন বলেন, এটা আসলে আমাদের কোন সরকারি উদ্যোগ নয় তবে আমাদের কাছে মনে হয়েছে আমরা দীর্ঘদিন গ্রামে থেকে বাবা মায়ের সাথে ঈদ আনন্দ উদযাপন করার পর যখন নিজের কর্মস্থলে এসেছি , এই কর্মস্থলে যে সকল প্রত্যাশীরা আমাদের কাছে আবেদন নিয়ে এসেছে তাদের সাথে আমাদের ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্যই আজকে আমাদের এই উদ্যোগ ।