দেবীগঞ্জে নারী ও কিশোরদের নিরাপত্তায় সচেতনতা কর্মশালা, ৯৯৯ কর্নার উদ্বোধন

- আপডেট সময় : ১১:০৯:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫ ১২৯ বার পড়া হয়েছে

আতাউর রহমান | দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধি
পঞ্চগড়ের দেবীগঞ্জে নারী, শিশু ও কিশোর-কিশোরীদের প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক এক ব্যতিক্রমধর্মী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ এপ্রিল) সকাল ১০টায় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় শতাধিক নারী শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
কর্মশালার সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব আমিনুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোয়েল রানা। আরও উপস্থিত ছিলেন শিক্ষক, পুলিশ সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।বক্তারা বলেন, সমাজে সহিংসতা প্রতিরোধের প্রথম ধাপ হলো সচেতনতা। শিক্ষার্থীদের মনে সাহস ও আত্মবিশ্বাস গড়ে তুলতে পরিবার, শিক্ষক ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টা
অপরিহার্য। নারী ও কিশোর-কিশোরীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে প্রতিটি স্তরে।
অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য দুটি শিক্ষামূলক ভিডিও প্রদর্শন করা হয়, যেখানে নারী নির্যাতন, সাইবার বুলিং, ইভটিজিং ও আত্মরক্ষার কৌশল তুলে ধরা হয়। পাশাপাশি কিছু শিক্ষার্থী নিজের অভিজ্ঞতা ও মতামত শেয়ার করে সচেতনতার বার্তা ছড়িয়ে দেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে একটি ‘অভিযোগ বক্স’ স্থাপন করা হয়, যাতে তারা নির্দ্বিধায়, পরিচয় গোপন রেখে অভিযোগ জানাতে পারে। সেই সাথে কলেজের সামনে একটি চায়ের দোকানে “৯৯৯ কর্নার” উদ্বোধন করেন ওসি সোয়েল রানা।তিনি বলেন, “এই কর্নার থেকে শিক্ষার্থীরা বিনামূল্যে ফোন ব্যবহার করে ৯৯৯ বা থানায় যোগাযোগ করতে পারবে। যেকোনো ধরনের হয়রানি বা হুমকি সম্পর্কে দ্রুত জানালে তাৎক্ষণিক আইনি সহায়তা প্রদান করা হবে।”
এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় অভিভাবক, শিক্ষক ও সুশীল সমাজ। অনেকেই বলেন, “এমন উদ্যোগ যদি আরও আগেই নেওয়া হতো, তাহলে অনেক সমস্যার সমাধান সহজতর হতো। তবু দেরিতে হলেও সঠিক পথে এগোচ্ছে বাংলাদেশ পুলিশ প্রশাসন।”এমন উদ্যোগ নেওয়ায় প্রশংসায় ভাসছেন দেবীগঞ্জ থানার ওসি সোয়েল রানা ।
এই আয়োজন শুধু সচেতনতা বৃদ্ধিই নয়, শিক্ষার্থীদের মাঝে দায়িত্ববোধ, সাহস ও প্রতিবাদী মনোভাব গড়ে তুলতেও সহায়ক হবে বলে অভিমত দেন সংশ্লিষ্টরা। এমন উদ্যোগ নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয় কর্মশালায়।