এইমাত্র প্রকাশিত
রাজবাড়ীতে জেলের জালে ২৩ কেজির বিশাল কাতল মাছ ধরা পড়েছে

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:১৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫ ২৩ বার পড়া হয়েছে

সুমন শেখ , রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদী থেকে জেলের জালে বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পড়েছে। পরে মাছটি ওজন দিয়ে দেখা যায় মাছটির ওজন ২৩ কেজি ৩০০ গ্রাম। বুধবার (৯ এপ্রিল) দৌলতদিয়ার পদ্মা ও যমুনার নদীর মোহনায় জেলে শুকুর আলীর জালে এমাছটি ধরা পড়ে। পড়ে মাছটি ১২৫০ কেজি দরে বিক্রি হয়েছে। জানা গেছে, জেলে শুকুর আলী ও তার সঙ্গীরা পদ্মা ও যমুনা নদীর মোহনায় রাতে জাল ফেলেন। এ সময় তাদের জালে ২৩কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়ে। পরে তিনি মাছটি বিক্রির জন্য সকালে দৌলতদিয়া মাছের ওয়াকসন বাজারে নিয়ে আসলে সুমাইয়া মৎস্য আড়তের মালিক সোহেল মোল্লা ২৯হাজার ১২৫ টাকায় তিনি মাছটি কিনে নেন। এবিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মা নদীতে পানি কমে যাওয়ায় এখন জেলেদের জালে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে।