দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৮:০৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ ২৬ বার পড়া হয়েছে

পঞ্চগড়: পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। এতে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোয়েল রানা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্তিত ছিলেন।
সভায় নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান উপজেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্যসেবা, সামাজিক সমস্যা ও চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। তিনি সকলে মিলে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান, যাতে উপজেলায় শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ বজায় থাকে।
উল্লেখযোগ্য বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ প্রদান করেন অংশগ্রহণকারীরা, যা আগামী দিনের পরিকল্পনায় সহায়ক ভূমিকা রাখবে বলে জানান ইউএনও।