এইমাত্র প্রকাশিত
বলরামপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন জাকির হোসেন

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:১৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে

মোঃ আশরাফুল ইসলাম (পঞ্চগড়)প্রতিনিধিঃ
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ঐতিহ্যবাহী বলরামপুর উচ্চ বিদ্যালেয়র ম্যানেজিং কমিটি (এডহক) কমিটির সভাপতি মনোনীত হয়েছেন শিক্ষক মোঃ জাকির হোসেন। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, মোঃ জাকির হোসেন লক্ষীদ্বার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি সভাপতি নির্বাচিত হওয়ায় এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। সেই সাথে মোঃ জাকির হোসেনের নেতৃত্বে বলরামপুর উচ্চ বিদ্যালয়ের এগিয়ে যাবে বলে আশা করে সাধারণ মানুষ। স্বাধীনতার পর ১৯৭২ সালে বলরামপুর উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন ওসমান গণি।