ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মায়ানমারে বাংলাদেশ নৌবাহিনীর ত্রাণ ও মানবিক সহায়তা হস্তান্তর

- আপডেট সময় : ০৩:৫৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ ১৫ বার পড়া হয়েছে

সোহরাব হোসেন .বরগুনা
বিধ্বংসী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মায়ানমারে বাংলাদেশ তৃতীয় ধাপে প্রায় ১২০ টন জরুরি ত্রাণ ও মানবিক সহায়তা হস্তান্তর করেছে। শনিবার (১২ এপ্রিল) চট্টগ্রাম থেকে পাঠানো বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা সমুদ্র অভিযান’ কর্তৃক এসব সহায়তা পৌঁছানো হয়।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইয়াঙ্গুন অঞ্চলের মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে আনুষ্ঠানিকভাবে এসব ত্রাণসামগ্রী তুলে দেন মায়ানমারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইয়াঙ্গুনস্থ বাংলাদেশ ডিফেন্স অ্যাটাশে, কূটনৈতিক প্রতিনিধি, বানৌজা সমুদ্র অভিযানের অধিনায়কসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ।
মায়ানমারের পক্ষে উপস্থিত ছিলেন ইয়াঙ্গুন কমান্ডের কমান্ডার, মায়ানমার নেভাল ট্রেনিং কমান্ডের কমান্ডার এবং ১ নম্বর ফ্লিট কমান্ডার।
ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি, বস্ত্র, কম্বল, তাবু, ওষুধ ও জরুরি চিকিৎসা উপকরণ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনায় ও সশস্ত্র বাহিনীর পৃষ্ঠপোষকতায় এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
উল্লেখ্য, চলমান দুর্যোগ পরিস্থিতিতে বাংলাদেশ এখন পর্যন্ত তিন ধাপে মোট ১৫১ মেট্রিক টন ত্রাণসামগ্রী, উদ্ধারকারী দল ও চিকিৎসক দল মায়ানমারে প্রেরণ করেছে। এ সহযোগিতা প্রতিবেশী রাষ্ট্রের প্রতি বাংলাদেশের মানবিক দায়বদ্ধতার অনন্য নজির হিসেবে চিহ্নিত হচ্ছে।