দেবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন

- আপডেট সময় : ০৪:৪৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ ৮২ বার পড়া হয়েছে

আতাউর রহমান দেবীগঞ্জ প্রতিনিধি । |
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পঞ্চগড়ের দেবীগঞ্জে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২।
সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানের সভাপতিত্বে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণ করেন দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সুমন ধর, দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ মানুষ। বৈশাখী পোশাকে সজ্জিত সবাই ছিল উৎসবের আনন্দে মুখর।
র্যালি শেষে মেলা মাঠে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গান, নাচ, আবৃত্তি ও নানা পরিবেশনায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
দিবসজুড়ে নানা আয়োজনে প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে দেবীগঞ্জ। নতুন বছরের আশায়, ভালোবাসায় ও ঐতিহ্যের টানে মানুষ আনন্দে মেতে ওঠে। বাংলা নববর্ষের এই উৎসব যেন একত্রে বেঁধে দেয় দেবীগঞ্জের সকল শ্রেণি-পেশার মানুষকে।