বরগুনায় বিএনপির ওয়ার্ড কমিটির সদস্য ফরম বিতরণকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত -১

- আপডেট সময় : ০৭:৩৮:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধি:
বরগুনার আমতলীতে বিএনপির ওয়ার্ড কমিটির সদস্য ফরম বিতরণকে কেন্দ্র করে আহ্বায়ক ও সদস্য সচিবের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল গনি মিয়া।
ঘটনাটি ঘটে গতকাল সন্ধ্যায়, আমতলী পৌরসভার মাছ বাজার এলাকায় বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের কার্যালয়ে। সদস্য ফরম বিতরণ চলাকালীন এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
আহত গনি মিয়া জানান, আহ্বায়ক ফেরদৌস মিয়া ফরম বিতরণের প্রস্তাব দেন আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত কিছু ব্যক্তিকে। এতে গনি মিয়া আপত্তি জানান , বিষয়টি সিনিয়র নেতাদের জানাবেন বলে বলেন। এ নিয়েই দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পর ফেরদৌস মিয়া ছাত্রলীগ নেতা ছেলেসহ তার অনুসারীদের নিয়ে গনি মিয়ার ওপর হামলা চালান।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় গনি মিয়াকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি এখনো সেখানে চিকিৎসাধীন। তবে ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে রয়েছে।
এ ঘটনায় স্থানীয় রাজনীতিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এখনো কোন থানায় অভিযোগ আসেনি আসলে দ্রুত ব্যবস্থা নেবেন জানান আমতলী থানার অফিসার্স ইনচার্জ আরিফুর রহমান।