এইমাত্র প্রকাশিত
সরকারি খরচে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে ২৮০১৬ জনকে আইনি সহায়তা
![](http://ajkerkantho.com/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:১৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪ ৯০ বার পড়া হয়েছে
![](http://ajkerkantho.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
জাতীয় আইনগত সহায়তা সংস্থার সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৮ হাজার ১৬ জনকে সরকারি খরচায় আইন সহায়তা সেবা দেয়া হয়েছে।
জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
২০০৯ সাল থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত লিগ্যাল এইড এর মাধ্যমে আইনি সহায়তার তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়।
জাতীয় আইনগত সহায়তা সংস্থার অধীনে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের যাত্রা ২০১৫ সালে শুরু হয়। এর আগে নিম্ন আদালতে এ সেবা শুরু হয়।
দেশে আর্থিকভাবে অস্বচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচে এ সেবা দেয়া হয়। দেশের সকল জেলা ও শ্রম আদালতে অসচ্ছল বিচারপ্রার্থী জনগণকে এ সেবা প্রদান করা হয়।