আগামী ৪ মাসের মধ্যে চুরি, ডাকাতি, মাদক ও জুয়া রোধ করব- পুলিশ সুপার দিনাজপুর

- আপডেট সময় : ০২:২৭:১২ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে

আনভিল বাপ্পি ঘোড়াঘাট( দিনাজপুর)প্রতিনিধিঃ
আগামী চার মাসের মধ্যে দিনাজপুর জেলা থেকে চুরি,ডাকাতি, ছিনতাই, মাদক ও জুয়া রোধ করতে না পারি তাহলে চাকুরি থেকে এ যাবত কালীন যে বেতন-ভাতা পেয়েছি তা আপনাদের মাঝে বুঝিয়ে দিয়ে চাকরি ছেড়ে দেবো।
গতকাল রোববার বিকালে থানা প্রাঙ্গনে ঘোড়াঘাট থানা আয়োজিত চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ও জুয়া প্রতিরোধে বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় নেতা, সুশীল সমাজের লোকজন ও গণমাধ্যম কর্মীদের নিয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, আমি পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেওয়ার পর অনেক ডাকাতকে গ্রেফতার করতে পেরেছি এবং ডাকাতির প্রস্তুতি কালে ডাকাত গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তবে আইন-শৃঙ্খলা রক্ষায় আমরা যা করেছি এতে আমরা তৃপ্ত নই, আমরা যে সফল হয়েছি তা আমরা বলবো না।
ডাকাতির মত ঘটনাকে আমরা জিরো পর্যায়ে নিয়ে আসব, যেন ডাকাতির মতো ঘটনা পরবর্তীতে আর না ঘটে। ডাকাতিসহ অপরাধ দমনে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। চুরি, ডাকাতি, ছিনতাই ও জুয়া প্রতিরোধে আপনাদেরকে (জনগণকে) সহযোগিতা করতে হবে।
অনুষ্ঠানে ঘোড়াঘাট থানার ওসি মো. নাজমুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারি কমিশনার ভূমি ও পৌর প্রশাসক আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন।
আরও বক্তব্য রাখেন ,উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া,সাংগঠনিক সম্পাদক মো.মাহফুজার রহমান লাবলু,জামায়াতে ইসলামী বাংলাদেশ ঘোড়াঘাট উপজেলা শাখার আমীর মোফাখখায়ের ইসলাম মোল্লা, জেলা কর্ম পরিষদের সদস্য মো. আলমগীর হোসেন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সিংড়া ইউপি চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন সহ অনেকে।