কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বরগুনায় মাঠ দিবস অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:০০:৫৪ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে
বরগুনা সদর ও বেতাগীতে ২০২৪-২৫ অর্থবছরে , বরগুনা, কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বরগুনায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ নভেম্বর ২৪ ) বরগুনা সদর উপজেলার,৩নং ফুলঝুড়ি ইউনিয়নের, ছোট গৌরীচন্না গ্রামের প্রদর্শনী সংকল্প মাঠে সদর উপজেলা কৃষি কর্মকর্তা সানজিদ আরা শাওন এর সভাপতিত্বে, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন এর সঞ্চালনায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশাল অঞ্চল , বরিশাল। বিশেষ অতিথি ছিলেন ড. আবু সৈয়দ মোঃ জোবায়দুল আলম উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি বরগুনা। এস এম বদরুল আলম অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি বরগুনা । সি এম রেজাউল করিম অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি বরগুনা সহ এলাকার কৃষক ও কৃষাণিরা অংশ নেয়।