রাতের আঁধারে টিসিবির পণ্য সরিয়ে নেয়ার সময় ধরা; খবর পেয়েও ঘটনাস্থলে যায়নি প্রশাসন

- আপডেট সময় : ১০:৫০:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ১৪৯ বার পড়া হয়েছে

এন এম নুরুল ইসলাম (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে রাতের আধারে টিসিবির পণ্য ইউনিয়ন পরিষদ থেকে বিক্রির উদ্দেশ্যে সরিয়ে নেওয়ার সময় স্থানীয়রা আটক করেছে।
বুধবার (২১ মে ) রাত ৮টার সময় উপজেলার ভানোর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। তবে সরকারের বরাদ্দকৃত টিসিবির পণ্য আটকের ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হলেও তথ্য পেয়ে ঘটনাস্থলে যায়নি উপজেলা প্রশাসন।
স্থানীয়রা জানান, গেল (১৫ মে) কার্ডধারীদের মাঝে টিসিবির পণ্য বিতরণ করেন মাহিম ট্রেডার্স প্রতিষ্ঠানের টিসিবি ডিলার আব্দুল আওয়ালসহ তার লোকজন। প্রতিটি প্যাকেজে দেয়া হয় চাল,ডাল,তেলসহ নির্ধারিত পণ্য। কার্ডধারীদের মাঝে এসব পণ্য বিতরণ করার পরেও বেশকিছু প্যাকেজ থেকে যায়।
এ সময়ে উপস্থিত কার্ডবিহীন লোকজন টিসিবি পণ্য ক্রয় করতে চাইলে দেয়নি ডিলার। ডিলার কার্ডের বাইরে কোন পণ্য দেয়া হবে না জানিয়ে প্যাকেজগুলো ইউনিয়ন পরিষদের একটি কক্ষে রেখে দেন এবং আগামীকাল দেওয়া হবে বলে জানান। পরের দিন কার্ডধারীরা নিতে গেলে ডিলার কে না পেয়ে সেখানে কয়েক ঘন্টা অবস্থান করে বাসায় চলে যায়। আজ রাতে মালামাল ভ্যানে নিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
টিসিবির মালামাল আটকের সময় স্থানীয়রা আরো অভিযোগ করে বলেন, যেসব মালামাল বিতরণ হয়নি। সেই পণ্যগুলো আজ রাতে ইউনিয়ন পরিষদ থেকে বের করে নিয়ে যাচ্ছিল মাহিম ট্রেডার্সের টিসিবি ডিলার আব্দুল আওয়ালের লোক রাজু নামে এক ব্যাক্তি।পরে আমরা আটক করে প্রশাসনকে খবর দেয়।
তারা আরও বলেন, ইউনিয়ন পরিষদের দায়িত্বরত চৌকিদারের কাছে চাবি নিয়ে ডিলারের সাথে যোগসাজশ করেই রুম থেকে রাজু টিসিবির মালামাল গুলো নিয়ে যাচ্ছিল বিক্রির উদ্দেশ্যে। পরে হাতেনাতে আটক করি। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃস্টি হলেও উপজেলা প্রশাসন কার্যত প্রদক্ষেপ নেননি। পরবর্তীতে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের হেফাজতে রাখেন।
কার্ডধারী শিউলি আক্তার বলেন, আমার ছেলেকে নিয়ে হাসপাতালে ছিলাম, পরের দিন টিসিবি নিতে এসে দেখি ডিলার নেই। পরিষদে যারা ছিল তাদের কাছে জানতে চাইলে তারা ডিলার কে ফোন দিতে বলে। ডিলারের ফোন নাম্বার চাইলে কারও কাছে নেই বলে জানান। ২ দুই ঘন্টা থাকার পরেও ডিলার সেখানে আসেনি। পরবর্তীতে কয়েকজন বলেন আর টিসিবি দিবেনা আপনি চলে যান।
এ বিষয়ে ভানোর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শওকত আলী জানান, টিসিবির পণ্য সামগ্রী ইউনিয়ন পরিষদের একটি কক্ষে রাখা হয়েছিল। কিন্তু নিয়ে যাওয়ার সময় তিনি অবগত নন বলে জানান তিনি। আর ভানোর ইউনিয়ন পরিষদের আওতায় টিসিবির স্মার্ট কার্ডধারী সুবিধাভোগী রয়েছেন ৭৫৫ জন।
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ বলেন, ইউপি চেয়ারম্যানকে উদ্ধার হওয়া মালামালগুলো ইউপি কার্যালয়ে রাখতে বলা হয়েছে। আগামীকাল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।