পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

- আপডেট সময় : ০৪:০১:০৫ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫ ২০৩ বার পড়া হয়েছে

মোছাঃ আছমা আক্তার আখি পঞ্চগড় জেলা প্রতিনিধ
বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে পঞ্চগড়ে চিত্রাংকন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা সহ নানা সচেতনমূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। শনিবার, ২৪ মে দুপুর ৩টা ৩০ মিনিটে পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় ও বাংলাদেশ শিশু একাডেমি পঞ্চগড়ের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় জেলার বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। আয়োজনে “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়” এই সচেতনতামূলক স্লোগান সম্বলিত কাগজ ও কলম বিতরণ করা হয়।
এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলী বলেন, “আমরা প্রতি বছরই শিশুদের অংশগ্রহণে এমন প্রতিযোগিতা আয়োজন করি। এতে তারা যেমন আনন্দ পায়, তেমনি পরিবেশ সম্পর্কে সচেতন হয়ে ওঠে।”
অভিভাবকরাও এই ধরনের আয়োজনের প্রশংসা করে বলেন, শিশুদের মধ্যে পরিবেশবান্ধব চিন্তা গড়ে তোলার জন্য এমন কর্মসূচি অত্যন্ত কার্যকর।
“শুধু শিশু নয়, পরিবেশ রক্ষায় যুব সমাজকেও এগিয়ে আসতে হবে। সচেতনতা শুরু হোক পরিবার থেকে, কর্মী হোক সবাই পরিবেশের জ
ন্য।”