পঞ্চগড়ে অবৈধ ড্রেজার মেশিন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চলমান রয়েছে,

- আপডেট সময় : ০৯:২২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫ ১০০ বার পড়া হয়েছে

মোছাঃ আছমা আক্তার আখি পঞ্চগড় জেলা প্রতিনিধি,
ড্রেজার হটাও দেশ বাঁচাও এমনটি সচেতন মহলের দাবি।
পঞ্চগড় তেঁতুলিয়া সহ বিভিন্ন এলাকার অবৈধ ড্রেজার মেশিন বন্ধ করতে প্রশাসনের অভিযান চলমান রয়েছে।
ইতিমধ্যে বেশ কয়েক জায়গায় অভিযান পরিচালনা করে ড্রেজার মেশিন জব্দ করেছে প্রশাসন।
জানা যায়, শ্রমিকদের দুর্ভোগ এর কথা চিন্তা করে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের কথা থাকলেও কিছু অসাধু ব্যক্তি প্রভাব খাটিয়ে সনাতন পদ্ধতির ঘাড়ে ভর করে প্রশাসনের চোখের আড়ালে ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন করে আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার চিন্তা ভাবনায় মরিয়া হয়ে উঠেছিল।
এতে করে মহা বিপদের সম্ভাবনা রয়েছে তেঁতুলিয়া উপজেলা সহ পঞ্চগড় জেলা।
এ বিষয়ে বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় খবর প্রকাশের পর পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ সাবেদ আলী, মহোদয় অবৈধ ড্রেজার মেশিন বন্ধের জন্য নিয়মিত অভিযান পরিচালনা করছেন। বর্তমান সরজমিন
ঘুরে জানা যায়, তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকায় এখন ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন অনেকটাই কমে এসেছে। তবে সচেতন মহল বলছেন এভাবে প্রশাসনের সুদৃষ্টি চলমান থাকলে কেউই সাহস পাবে না অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন করতে। আমরা আশা করি প্রশাসনের সুদৃষ্টি চলমান থাকবে।