ঘোড়াঘাটে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে

- আপডেট সময় : ০১:৩৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫ ১৪৮ বার পড়া হয়েছে

আনভিল বাপ্পি ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলকে নির্বাচন মুখি ও সার্বিক প্রস্তুতি গ্রহণ করার লক্ষ্যে দিনাজপুরের ঘোড়াঘাটে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে ।
এতে উপজেলা বিএনপির সভাপতি শামীম চৌধুরী সভাপতিত্বে ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা, জেলা বিএনপির সদস্য আয়েশা সিদ্দিকা, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সহসভাপতি মাহাবুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, ঘোড়াঘাট পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন সাংগঠনিক সম্পাদক আল মামুন সরকারসহ অনেকে।