ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
দেবীগঞ্জে শাল ডাঙ্গা ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম ও সাংগঠনিক সভা ২০২৫ অনুষ্ঠিত পীরগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ  ডেঙ্গু রোগীদের জন্য কর্নেল (অব.) হারুনুর রশিদের মানবিক সহায়তা ফ্যাসিবাদী সরকার পালিয়েছে, ভবিষ্যতেও কেউ রেহাই পাবে না: জামায়াত নেতা ঘোড়াঘাটে  বিএনপির বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ।  আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনের: বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মোঃ লুৎফর রহমান ঘোড়াঘাট পৌর বিএনপির নতুন সদস্য সংগ্রহের ফরম বিতরণ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন  সেনাবাহিনীর অভিযানে দুজন মাদক ব্যবসায়ী আটক, বরগুনার বামনায় ডৌয়াতলা বন্দরে ইসলামী ব্যাংকের মালিকানা পরিবর্তন নিয়ে উত্তাল ব্যবসায়ী মহল, বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ দাবি দেশে নতুন করে কোন সৈরাচার হতে দেব না এনসিপির আহ্বায়ক নাহিদ 

দেবীগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা,অলৌকিকভাবে রক্ষা পেল শিশুরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ১৪৬ বার পড়া হয়েছে

আতাউর রহমান দেবীগঞ্জ প্রতিনিধি ।

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার পাকরির মোড় এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৩ঘটিকায় একটি যাত্রীবাহী অটোরিকশা ও একটি দ্রুতগতির ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর গুরুতর আহত চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে, আর বাকি তিনজনকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশাটি দেবীগঞ্জ বাজার থেকে সাঁকোয়া ইউনিয়নের ময়দান দিঘির দিকে যাচ্ছিল। পথিমধ্যে পাকরির মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির দূরপাল্লার ট্রাক অটোরিকশাটিকে মুখোমুখি ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি রাস্তার পাশে ছিটকে পড়ে এবং দুমড়ে-মুচড়ে যায়।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ছুটে এসে আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং চারজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রাথমিক চিকিৎসা নেওয়া আহতরা হলেন: পামুলি ইউনিয়নের যোগ ভবনপাড়া গ্রামের সুরেন্দ্রনাথের ছেলে খোকাবাবু, অজয় কুমারের স্ত্রী বিমলা রানী, দন্ডপাল ইউনিয়নের রাজারহাট গ্রামের হরেন্দ্র নাথ এর ছেলে সৌরভ,

রেফারকৃত গুরুতর আহতরা হলেন: দন্ডপাল ইউনিয়নের রাজারহাট গ্রামের নরেন্দ্রনাথ এর মেয়ে দেবশ্রী, পামুলি ইউনিয়নের যোগভুবন গ্রামের সুরন রায়ের ছেলে অজয় কুমার, অরুণ রায়ের স্ত্রী ভরসা রানী, তাপস রায়ের স্ত্রী শ্যামলী রানী

এই মর্মান্তিক দুর্ঘটনার মধ্যেও আশার আলো ছড়িয়েছে একটি অলৌকিক ঘটনা। অটোরিকশায় থাকা তিনটি শিশু কন্যা (পাঁচ বছরের নিচে) এবং এক ছয় মাস বয়সী শিশু সম্পূর্ণ অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছে। ধারণা করা হচ্ছে, তারা স্বজনদের কোলে থাকার কারণে প্রাণঘাতী আঘাত থেকে বেঁচে গেছে। বর্তমানে তারা সুস্থ রয়েছে এবং পরিবারের তত্ত্বাবধানে আছে।দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটকাতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, নিয়ন্ত্রণহীনভাবে চলাচলকারী ভারী যানবাহন মহাসড়কে প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা ঘাতক ট্রাকচালককে শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন এবং মহাসড়কে নিরাপদ চলাচলের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

উল্লেখ্য, এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেবীগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা,অলৌকিকভাবে রক্ষা পেল শিশুরা

আপডেট সময় : ১২:২৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

আতাউর রহমান দেবীগঞ্জ প্রতিনিধি ।

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার পাকরির মোড় এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৩ঘটিকায় একটি যাত্রীবাহী অটোরিকশা ও একটি দ্রুতগতির ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর গুরুতর আহত চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে, আর বাকি তিনজনকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশাটি দেবীগঞ্জ বাজার থেকে সাঁকোয়া ইউনিয়নের ময়দান দিঘির দিকে যাচ্ছিল। পথিমধ্যে পাকরির মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির দূরপাল্লার ট্রাক অটোরিকশাটিকে মুখোমুখি ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি রাস্তার পাশে ছিটকে পড়ে এবং দুমড়ে-মুচড়ে যায়।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ছুটে এসে আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং চারজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রাথমিক চিকিৎসা নেওয়া আহতরা হলেন: পামুলি ইউনিয়নের যোগ ভবনপাড়া গ্রামের সুরেন্দ্রনাথের ছেলে খোকাবাবু, অজয় কুমারের স্ত্রী বিমলা রানী, দন্ডপাল ইউনিয়নের রাজারহাট গ্রামের হরেন্দ্র নাথ এর ছেলে সৌরভ,

রেফারকৃত গুরুতর আহতরা হলেন: দন্ডপাল ইউনিয়নের রাজারহাট গ্রামের নরেন্দ্রনাথ এর মেয়ে দেবশ্রী, পামুলি ইউনিয়নের যোগভুবন গ্রামের সুরন রায়ের ছেলে অজয় কুমার, অরুণ রায়ের স্ত্রী ভরসা রানী, তাপস রায়ের স্ত্রী শ্যামলী রানী

এই মর্মান্তিক দুর্ঘটনার মধ্যেও আশার আলো ছড়িয়েছে একটি অলৌকিক ঘটনা। অটোরিকশায় থাকা তিনটি শিশু কন্যা (পাঁচ বছরের নিচে) এবং এক ছয় মাস বয়সী শিশু সম্পূর্ণ অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছে। ধারণা করা হচ্ছে, তারা স্বজনদের কোলে থাকার কারণে প্রাণঘাতী আঘাত থেকে বেঁচে গেছে। বর্তমানে তারা সুস্থ রয়েছে এবং পরিবারের তত্ত্বাবধানে আছে।দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটকাতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, নিয়ন্ত্রণহীনভাবে চলাচলকারী ভারী যানবাহন মহাসড়কে প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা ঘাতক ট্রাকচালককে শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন এবং মহাসড়কে নিরাপদ চলাচলের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

উল্লেখ্য, এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।