দেবীগঞ্জে তথ্য অধিকার বিষয়ক এডভোকেসি মিটিং অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৭:৫৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে

দেবীগঞ্জ (পঞ্চগড়):
“তথ্য অধিকার নিশ্চিতের মাধ্যমে জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় এক এডভোকেসি মিটিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ মে) সকাল ১১টায় উপজেলা হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (RIB)।
মিটিংয়ে সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা RIB-এর আরিফ বিল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন RIB-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার মতিউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কায়সার আলী FF (RIB)।
এডভোকেসি মিটিংয়ে দেবীগঞ্জ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং উন্নয়নমূলক সংগঠন NED-এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনায় অংশগ্রহণকারীরা তথ্য অধিকার আইন বাস্তবায়নের মাধ্যমে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তারা সমাজে সচেতনতা বৃদ্ধি, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং স্থানীয় সমস্যা সমাধানে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
গঠনমূলক মতবিনিময় ও অংশগ্রহণমূলক আলোচনার মধ্য দিয়ে সভাটি সফলভাবে সমাপ্ত হয়।