বরগুনায় তেলজাতীয় ফসল উৎপাদনে অবদানের জন্য কৃষকদের পুরস্কার প্রদান

- আপডেট সময় : ০৬:০১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫ ১৪৯ বার পড়া হয়েছে

২০২৪-২৫ অর্থবছরের প্রকল্পের আওতায় সম্মানিত হলেন বরগুনার কৃষকরা
বরগুনা প্রতিনিধি:
২০২৪-২৫ অর্থবছরের তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বরগুনায় অনুষ্ঠিত হয়েছে কৃষক পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
সোমবার (০২ জুন ২৫ ) বেলা এগারোটায় বরগুনা খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রথীন্দ্রনাথ বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মোঃ শফিউল আলম।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক মোঃ ইকবাল হোসেন, সিএম রেজাউল করিম, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মোঃ সোহেল হাফিজ, চ্যানেল এস প্রতিনিধি মোঃ সোহরাব হোসেন এবং বার্তা বাজার প্রতিনিধি মোঃ মেহেদী হাসান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের তেলজাতীয় ফসলের উৎপাদন বাড়াতে কৃষকদের সচেতনতা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকেরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে উৎপাদনে অংশ নিচ্ছেন, তা প্রশংসার দাবি রাখে।
আয়োজকেরা জানান, তেলজাতীয় ফসল উৎপাদনে কৃষকদের অবদানকে সম্মান জানাতেই এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এই ধরনের উদ্যোগ দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।