স্বাস্থ্যখাতে মানোন্নয়নে অঙ্গীকার—পঞ্চগড়ে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অনার্স অ্যাসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৮:৫২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫ ২৫৫ বার পড়া হয়েছে

আখি আক্তার পঞ্চগড় জেলা প্রতিনিধি
স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও কার্যক্রম আরও সুসংগঠিত করতে পঞ্চগড় জেলা প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির আয়োজনে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অনার্স অ্যাসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪মে) দুপুর ১ ঘটিকায় জেলা সদরের একটি স্থানীয় মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ খালেদ তৌহিদ পুলক। সভা পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান।
সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
আলোচনায় বক্তারা স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি স্বাস্থ্যখাতের ভূমিকা, রোগীসেবায় প্রযুক্তির ব্যবহার, সঠিক নিয়ন্ত্রণ ও মনিটরিংয়ের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস-এর উপজেলা প্রতিনিধি আতাউর রহমান এবং দৈনিক ইত্তেফাক-এর আটোয়ারী উপজেলা প্রতিনিধি জিল্লুর হোসেন সরকার।
বক্তারা বলেন, “দেশের প্রতিটি মানুষ যেন সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন চিকিৎসা পায়, সেই লক্ষ্যে সরকারি-বেসরকারি উভয়পক্ষকেই একযোগে কাজ করতে হবে।”
সভা শেষে অংশগ্রহণকারী সদস্যদের মধ্য আন্তঃসমন্বয় বাড়াতে আগামী দিনে একাধিক উন্নয়নমুখী প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া
হয়।