আজ বোদা উপজেলা বাংলাদেশ ভেটেরেনারি কাউন্সিল আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে হয়

- আপডেট সময় : ১০:২৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫ ১৬৫ বার পড়া হয়েছে

মোঃ আশরাফুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি
বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন, ২০১৯ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বোদা থানা পুলিশের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করেন অত্র উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো: এস এম ফুয়াদ এবং প্রসিকিউটর হিসেবে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব মো: ফরহাদ হোসেন। আরো উপস্থিত ছিলেন, ডা. মো: আব্দুল আলীম, ভেটেরিনারি সার্জন।
উক্ত আইনের ধারা ৩৮ লংঘনের দায়ে আর্থিক জরিমানা ও ব্যাগে পাওয়া এন্টিবায়োটিক ড্রাগসমুহ জব্দ করা হয়। উপস্থিত জনতার মধ্যে আলোচ্য আইন বিষয়ে সচেতনতা সৃষ্টি ও সংঘটিত অপরাধের বিষয়ে সতর্ক করা হয়।
রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান না হয়ে নিজেকে চিকিৎসক দাবি করে মো. রাজিজুল ইসলাম (রাজু) প্রেসক্রিপশন/চিকিৎসা করা বা নামের আগে ডা: ব্যবহার করা ও এন্টিবায়োটিক এর অপপ্রয়োগ করার কারণে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ২,০০০/- টাকা জরিমানা করা হয়।